Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ
  • বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে বোর্ডের কারিকুলাম অনুযায়ী এ পর্যন্ত ১৩ টি সেশনে মোট প্রশিক্ষনার্থীর সংখ্যা ২,০২,৮৮৮ জন, এবং প্রশিক্ষণ কার্যক্রমের শুরু থেকে এই পর্যন্ত মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা ৩,২৪,৫২১ জন ।
  • এটুআই প্রকল্পের মাধ্যমে কওমী ও আলিয়া মাদ্রাসার ১০০০ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
  • ৮০ টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এর নিবন্ধনের জন্য যাবতীয় কাগজপত্র প্রেরণ কার হয়েছে। বর্তমানে ৪৯ টি কেন্দ্র নিবন্ধিত হয়েছে। অন্য কেন্দ্রগুলোর নিবন্ধনের কাজ এনএসডিএ (NSDA)  তে প্রক্রিয়াধীন রয়েছে।
  • ইতোমধ্যে সকল সরকারি দপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম একই প্লাটফর্মে আনয়নের অংশ হিসেবে ICT বিভাগের ‍a2i প্রকল্প কর্তৃক dss.nise.gov.bd প্রশিক্ষণ সফটওয়্যার ‍নির্মান শেষ হয়েছে। যা মাঠ পর্যায়ে শহর সমাজসেবা কার্যালয় (ইউসিডি) সমূহে বাস্তবায়ন শুরু হবে।
  • ০৯/০২/২০২২ তারিখে সফটওয়্যারটির ডেমো টেস্ট অনুষ্ঠিত হয় এবং জুন ২০২২  হতে মাঠ পর্যায়ের ৩৩০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে এর TOT  প্রশিক্ষণ কাযক্রম শেষ হয়
  • 4IR এর চ্যালেন্জ মোকাবেলায় সমাজসেবা অধিদপ্তরাধীণ শহর সমাজসেবা কাযক্রম (ইউসিডি) কর্তৃক ২ টি অকুপেশন তথা Advance software development এবং Advance networking এর curriculum প্রনয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যা a2i ও BTEB সহযোগিতা করছে। Curriculum প্রনয়ন শেষ হলে UCD এর মাধ্যমে মাঠ পর্যায়ে এ দুটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।